২ সপ্তাহের ব্যবধানে ফের প্রবল বন্যার সতর্কতা স্পেনে

মাত্র ২ সপ্তাহের মধ্যে ফের প্রবল বন্যার আশঙ্কা করা হচ্ছে স্পেনে। এ কারণে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) থেকে মৌসুমি বৃষ্টি শুরু হওয়ার পর স্পেনের ৩টি প্রদেশে এ সতর্কতা জারি করা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জার্মানির সংবাদমাধ্যম ডেয়েচে ভেলে এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

স্পেনের আবহাওয়া অফিসের বরাত দিয়ে খবরে বলা হয়, বুধবার থেকে একটানা মৌসুমি বৃষ্টির কারণে স্পেনের ৩টি প্রদেশ তারাগোনা, মালাগা ও ভ্যালেন্সিয়াতে প্রবল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার পর্যন্ত এ বৃষ্টি অব্যাহত থাকবে।

বন্যার সতর্কতার কারণে হাজার হাজার মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির আবহাওয়া অফিস এইএমইটি আরো জানায়, তারাগোনা, মালাগা ও ভ্যালেন্সিয়াতে আগামী ১২ ঘণ্টায় ১শ ৮০ মিলিমিটার (৭.১ ইঞ্চি) বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

মাত্র ২ সপ্তাহ আগে ভ্যালেন্সিয়া প্রদেশ ও স্পেনের আরো কিছু এলাকায় মৌসুমি বৃষ্টির কারণে প্রবল বন্যায় ২ শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এ ছাড়া শহরের রাস্তাঘাট কাদায় ডুবে যায়।

এইএমইটি জানায়, মালাগা, গ্রানাডা, উত্তর ক্যাস্টেলন এবং দক্ষিণ তারাগোনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ফের প্রবল বন্যা মোকাবিলায় ভ্যালেন্সিয়াতেও প্রস্তুতি রাখা হয়েছে।

এর আগে সোমবার (১১ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রী পেডরো সানচেজ জানান, প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে ৩.৭৬ বিলিয়ন ইউরো (৪ বিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করা হয়েছে।