৪০ মিনিটে তুর্কমেনিস্তানের জালে ৭ গোল বাঘিনীদের

এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত আগেই হয়ে গিয়েছিল। তাই তুর্কমেনিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার। তবে ‘নিয়মরক্ষার’ এই ম্যাচেই গোলবন্যা বইয়ে দিল বাংলাদেশ নারী ফুটবল দল। মাত্র ৪০ মিনিটেই প্রতিপক্ষের জালে বল জড়ায় ৭ বার।

ব্রিটিশ কোচ পিটার বাটলার মিয়ানমারের বিপক্ষে নামানো একাদশই আজও মাঠে নামান। শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা।ম্যাচের ৩ মিনিটেই স্বপ্না রানীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোলের স্রোত ৬ মিনিটে শামসুন্নাহার ব্যবধান বাড়ান, ১৩ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। ১৬ মিনিটে স্কোরশিটে নাম লেখান মনিকা চাকমা। ১৭ মিনিটে ঋতুপর্ণা চাকমা যোগ করেন পঞ্চম গোল।

আরও পড়ুনঃ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণাদের ইতিহাস

হতভম্ব তুর্কমেনিস্তান কোচ গোলরক্ষক বদল করেও ম্যাচের নিয়ন্ত্রণ ফেরাতে ব্যর্থ হন। ২০ মিনিটে তহুরা খাতুনের গোল বাংলাদেশকে ৬-০ ব্যবধানে এগিয়ে দেয়। এরপর ৪০ মিনিটে আসে সপ্তম গোলটি।

সাম্প্রতিক সময়ে জর্ডান, বাহরাইন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের মতো র‌্যাঙ্কিংয়ে ওপরে থাকা দলগুলোর বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ দলের আত্মবিশ্বাসই যেন মাঠে ঝলসে উঠল আজ।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ