৭১ ও ২৪’র উদ্দেশ্য সাধারণ মানুষের জীবিকা সুষ্ঠু করা: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ৭১ ও ২৪ এর উদ্দেশ্য সাধারণ মানুষের জীবন জীবিকা সুষ্ঠু করা। আমরা যতদূর সম্ভব সেটা চেষ্টা করব। সেজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ২৬ মার্চে আমরা তাদের স্মরণ করি, যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন। তাদের আত্মত্যাগের ফলেই কিন্তু আমাদের আজকের স্বাধীনতা। আমরা এই দিবসে একটা ঘোষণা করি, নতুন বাংলাদেশকে আরও সুখী, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে, সঙ্গে সঙ্গে আমাদের বাংলাদেশের মানুষ আরও সুখী সমৃদ্ধ হয়।

তিনি বলেন, ২০২৪ এ যে ছাত্র জনতা অভ্যুত্থান হয়েছে, এটাও কিন্তু আরেকটা বিশেষ দিন। অতএব এ দুইটা দিনই কিন্তু আমাদের বাংলাদেশের জাতির সর্বশ্রেষ্ঠ দিন। অতএব এ দিনকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করব।