জিরো পয়েন্টে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

শহীদ নূর হোসেনের স্মরণে রাজধানীর গুলিস্থান জিরো পয়েন্টে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর জিরো পয়েন্টসহ এর আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার সদস্যরা।

রোববার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে গুলিস্তান জিরো পয়েন্টে ও এর আশপাশের এলাকায় এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, রোববার সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের পূর্বঘোষিত কর্মসূচিকে ঠেকাতে জিরো পয়েন্ট ও এর আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে। এ সময় সন্দেহজনক কাউকে দেখলেই তাকে তল্লাশি করছেন এবং পুলিশের কাছে তুলে দিচ্ছেন।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আওয়ামী লীগ নেতাকর্মী সন্দেহে পাঁচজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও দেখা যায়, বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেই লক্ষ্যে জিরো পয়েন্ট ও এর আশপাশের এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। জিরো পয়েন্ট থেকে বিভিন্ন রাস্তায় দেওয়া হয়েছে ব্যারিকেড।

জিরো পয়েন্ট এলাকার চারপাশে অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট। সেখানে উপস্থিত রয়েছেন রমনা জোনের ডিসি, এডিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসব কর্মসূচির জন্য সড়কে যেন যানজট সৃষ্টি না হয় সেজন্য অতিরিক্ত ট্রাফিক সদস্য মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকেও শতশত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশের এপিসি, জলকামানসহ বিভিন্ন ধরনের যানবাহন।

জিরো পয়েন্টে দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাত থেকেই গুলিস্থান এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। সাধারণ মানুষের চলাচলে যেন কোনো অসুবিধা না হয় সে বিষয়গুলো খেয়াল রাখছি। কর্মসূচি ঘিরে যেন যানজট সৃষ্টি না হয় সেজন্য আমাদের সদস্যরা সড়কে কাজ করছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গুলিস্তানের কর্মসূচি ঘিরে পুলিশের কঠোর অবস্থান রয়েছে। বিশেষ কোনো নিষিদ্ধ সংগঠনকে রাস্তায় নামতে দেওয়া হবে না। সেই সঙ্গে তাদের কঠোরভাবে দমন করা হবে। জননিরাপত্তা বিঘ্নকারী কাউকে ছাড় দেওয়া হবে না।

অন্যদিকে কর্মসূচি ঘোষণার পর গতকাল রাত থেকে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ফলে রোববার (১০ নভেম্বর) সকালে থেকে থমথমে ও উত্তেজনা বিরাজ করেছে গুলিস্থান এলাকায়।