Warning: rmdir(/home/mojtahi1/sonalibangla.com/wp-content/cache/tw_optimize/css): Directory not empty in /home/mojtahi1/sonalibangla.com/wp-content/plugins/tenweb-speed-optimizer/includes/OptimizerUtils.php on line 901

Warning: rmdir(/home/mojtahi1/sonalibangla.com/wp-content/cache/tw_optimize/): Directory not empty in /home/mojtahi1/sonalibangla.com/wp-content/plugins/tenweb-speed-optimizer/includes/OptimizerUtils.php on line 901
ওমরাহ পালনে নির্দিষ্ট জায়গায় মাথা মুণ্ডনের নির্দেশ সৌদির - Sonali Bangla News - Latest Bangla News

ওমরাহ পালনে নির্দিষ্ট জায়গায় মাথা মুণ্ডনের নির্দেশ সৌদির

নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ওমরাহ পালনকারীদের জন্য বেশ কিছু নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এর মধ্যে তাওয়াফ ও সাঈ শেষ করার পর শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেয়া হয়েছে। এ নির্দেশনায় বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার ওপর।

নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত সেলুনগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়াতে শেভিং রেজার পুনরায় ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, ওমরাহ পালনকারীদের পায়ের যত্ন নিতে আরামদায়ক জুতা পরিধান এবং দীর্ঘ সময় খালি পায়ে না হাঁটার পরামর্শ দেয়া হয়েছে। ক্লান্তি এলে পর্যাপ্ত বিশ্রাম নেয়া এবং ভারী খাবার এড়িয়ে চলার পাশাপাশি পর্যাপ্ত পানি পানের নির্দেশনাও দিয়েছে সৌদি সরকার।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে, যা মুসল্লিদের জন্য বিশেষ সুবিধা এনে দেবে। ওমরাহ যাত্রীরা স্থল, আকাশ ও সমুদ্রবন্দর ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং যেকোনো বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরতে পারবেন।

এছাড়া নারীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ পালনের অনুমতি দিয়েছে দেশটির মন্ত্রণালয়।