থাইল্যান্ডে ৭০ অভিবাসী রোহিঙ্গা আটক

থাইল্যান্ডের দক্ষিণের একটি দ্বীপের তীর থেকে ৭০ জন রোহিঙ্গাকে আটক করেছে দেশটির পুলিশ। এর মধ্যে ৩০টি শিশুও রয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৬ নভেম্বর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

খবরে বলা হয়, শনিবার সকালে থাইল্যান্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, মিয়ানমার থেকে আসা ৭০ জন রোহিঙ্গাকে আটক করেছে দেশটির পুলিশ। এর মধ্যে ৩০ শিশুও রয়েছে এবং নারীরা সবাই বোরকা পরিহিত ছিলেন।

তারা মিয়ানমার থেকে মালয়েশিয়া বা ইন্দোয়েশিয়া যাচ্ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে থাইল্যান্ডের ফাং নগা প্রদেশ পুলিশের কমান্ডার সোমকানে ফোথিস্র জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা সবাই মুসলিম এবং তাদের উদ্দেশ ছিল মালয়েশিয়া কিংবা মালয়েশিয়ার যাওয়া।

খবরে আরো জানানো হয়, বেশ কয়েক বছর ধরেই অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত সমুদ্র শান্ত থাকার সময় পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড বা বাংলাদেশ থেকে কাঠের নৌকায় চড়ে অভিবাসীরা অবৈধভাবে মুসলিমপ্রধান দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় চলে যাওয়ার চেষ্টা করেন।

ফাং নগার গভর্নর সুপোজ রোড্রুং ন নঙ্গখাই বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, আমরা এখন নিশ্চিত হতে পারিনি যে, আটকরা প্রকৃতপক্ষে রোহিঙ্গা বা মুসলিম কিনা। কারণ, কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ৩০ শিশুকে ডিপার্টমেন্ট অব সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ারে হেফাজতে রাখা হবে।