ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১৮৪৩ মামলায় ডাম্পিং ৩৭

রাজধানীর বিভিন্ন সড়কে গতকাল বুধবার (২৭ নভেম্বর) ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮৪৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানকালে ৩৭টি গাড়ি ডাম্পিং ও ৫৬টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গতকাল বুধবার (২৭ নভেম্বর) এক দিনে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮৪৩টি মামলায় ৩৭টি গাড়ি ডাম্পিং ও ৫৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।