জেসিআই বাংলাদেশের নতুন সভাপতি কাজী ফাহাদ

তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তরুণ ব্যবসায়ী ও সংগঠক কাজী ফাহাদ।

রোববার (৮ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আন্তর্জাতিক এ স্বেচ্ছাসেবী সংগঠনের বাংলাদেশ শাখার সাধারণ সভা হয়।

সাধারণ সভা শেষে ভোটগ্রহণের মাধ্যমে আগামী এক বছরের জন্য কাজী ফাহাদ জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন। তি‌নি কাজী প্রিন্টিং অ্যান্ড এক্সে‌সরি‌জের ব‌্যবস্থাপনা প‌রিচালক এবং বিজিএপিএমইএ এর একজন পরিচালক।

নবনির্বাচিত সভাপতি কাজী ফাহাদ বলেন, জেসিআই বাংলাদেশে তরুণদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। আগামী বছর জেসিআই বাংলাদেশের উদ্দেশ্য হবে, সারাদেশের উদ্যমী তরুণদের মেধা বিকাশে নতুন নতুন উদ্যোগ হাতে নেওয়া এবং বহির্বিশ্বের সঙ্গে দেশের তরুণদের কর্মসংস্থান এবং ব্যবসার সুযোগ সৃষ্টি করা।

এবারের নির্বাচ‌নে নির্বাচন ক‌মিশনার হিসেবে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন সদ্য বিদায়ী সভাপ‌তি মো. জিয়াউল হক ভূঁইয়া। এছাড়া নির্বাচন ক‌মি‌শ‌নের সদস‌্য হিসেবে ছি‌লেন জেসিআই বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মসুদ মান্নান এবং শাখাওয়াত হোসেন মামুন।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সীদের একটি সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। জেসিআইর ১২০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারাবিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআইর ৪১টি লোকাল চ্যাপ্টার কাজ করছে। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন।