রাতের তাপমাত্রা কমবে ১-২ ডিগ্রি সেলসিয়াস

সারাদেশে বাড়ছে শীতের প্রকোপ। ক্রমাগত নিচের দিকে নামছে পারদে কাঁটা। তবে অন্যান্য জায়গার তুলনায় দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা বেশিই নিম্নমুখী। বিশেষ করে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী বিভাগের বদলগাছিতে। যার পরিমাণ ১১ দশমিক ০৭ ডিগ্রি সেলসিয়াস। একইসাথে রংপুর বিভাগের তাপমাত্রা নিম্নমুখী। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯ টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আর আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা কমে শীতের প্রকোপ আরো বাড়তে পারে উল্লেখ করে পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পেতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

অপরদিকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়াও শুক্রবার (১৩ ডিসেম্বর) সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।