তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
টস জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করেও ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যাওয়া বাংলাদেশ ২২৭ রানে অলআউট হয়ে হেরে যায় ৭ উইকেটে।
আজকের ম্যাচটি ধবলধোলাই এড়ানোই বড় চ্যালেঞ্জ মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলের সামনে।
প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় আজ তৃতীয় ম্যাচে হয়তো একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ ক্রিকেট দল।
অতীতে দুই দল ৪৬টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে বাংলাদেশ ২১ আর উইন্ডিজ ২৩ ম্যাচে জয় লাভ করে।