ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলাতে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্যানুসারে, স্থানীয় সময় রাত ১২টা ৪৭ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে বিল্ডিংসহ অন্যান্য স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। খবর বিবিসির।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৫৭.১ কিলোমিটার গভীরে। শক্তিশালী ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সুনামির সময় অতিক্রম হয়ে গেছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়, তবে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পোর্ট ভিলাতে বসবাসকারী সাংবাদিক ড্যান ম্যাকগেরি জানিয়েছেন, ভিলা কেন্দ্রীয় হাসপাতালের পুলিশ তাকে জানিয়েছে, ভূমিকম্পে একজন নিহত হয়েছেন। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। একজনকে চিকিৎসার জন্য হাসাপাতালে নেওয়া হয়েছে। গত ২০ বছরের মধ্যে এটি অন্যতম শক্তিশালী ভূমিকম্প।