বীমা সাংবাদিকদের সংগঠন আইআরএফ সদস্যদের ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে সিএমজেএফ অডিটোরিয়ামে এই কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় ফ্যাক্ট চেকিংয়ের ব্যবহারিক দিক, তথ্য যাচাইয়ের মূলনীতি, বিভিন্ন পদ্ধতি ও কৌশলসহ বিভিন্ন টুল ব্যবহার, ছবি ও ভিডিও যাচাই এবং গুজব ও অপতথ্য ছড়িয়ে পড়া রোধে ফ্যাক্ট চেকিংয়ের প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়।
এশিয়ান আমেরিকান জার্নালিস্ট এসোসিয়েশন এবং গুগল নিউজ ইনিশিয়েটিভের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান বলেন, গণমাধ্যমে বীমা সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরলে ইতিবাচক ধারণা তৈরি হবে এবং জনসচেতনতা বাড়বে।
তিনি বলেন, অনেক সময় দেখা যায়- কেউ বেঁচে আছে অথচ তাকে মৃত হিসেবে দেখানো হচ্ছে। গণমাধ্যমের লোগো ব্যবহার করে এ ধরণের মিথ্যা তথ্য ছড়ানো হয়। এ জন্য সংবাদ কর্মীদের ফ্যাক্ট চেকিং বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। যা এ ধরণের অপতথ্য ছড়ানো রোধে সহযোগিতা করবে।
আইআরএফ সভাপতি গাজী আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সামদানীসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।