আজ জাতীয় প্রেস ক্লাবে চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী সামনে রেখে চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে নিবিড় যোগাযোগ ও বন্ধুত্ব স্থাপনের উদ্দেশ্যে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) উদ্যোগে বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান হয়।
বাংলাদেশ ও চীনের গণমাধ্যমের মধ্যে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। জাতীয় প্রেস ক্লাব এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাথেও সমঝোতা স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও বাচসাস-এর সিনিয়র সদস্য হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, চীন ও বাংলাদেশের গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্টজনরা।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করি সংগঠনের সভাপতি হিসেবে আমি। এ সময়ে বাচসাস-এর সাধারণ সম্পাদক রাহাত সাইফুল উপস্থিত ছিলেন। বাচসাস-এর জন্য এ এক বড় অর্জন। এর মাধ্যমে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাচসাস-এর যাত্রা শুরু হলো।