ফুটপাত পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী


ফুটপাতের শৃঙ্খলা ফেরাতে রাজধানীর কয়েকটি এলাকার ফুটপাত সরেজমিন পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী। এ সময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম এবং ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তার সঙ্গে ছিলেন।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২৫ ডিসেম্বর) জানানো হয়, তারা তেজগাঁওয়ের ফার্মগেট ও ইন্দিরা রোডের ফুটপাত পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তারা ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের মতামত শোনেন এবং কীভাবে পথচারীর স্বার্থ বজায় রেখে সমন্বিত প্রচেষ্টায় ফুটপাতে শৃঙ্খলা রক্ষা করা যায় সে বিষয়ে আলোচনা করেন।