জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে (ইংল্যান্ড) সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে মন্ত্রী হয়েছিলেন। এখন দুর্নীতির দায়ে সেখানকার দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করেছে। এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জার। আমাদের লজ্জা হলে কী হবে ওদের কোনো লজ্জা নেই।’
তিনি বলেন, ‘ওদের কাছে সম্পদ এবং টাকাই বড় কথা, অথচ তারা বলতেন মা হারিয়েছি, বাবা হারিয়েছি, ভাই হারিয়েছি, সব হারিয়েছি। এদেশে আমার পাওয়ার কিছু নাই। আমার কলিজা আমার হৃদয় বাংলাদেশের জন্য।কথা খুব সুন্দর। কিন্তু তিনি ছাড়া তার পবিবারের জীবিত কোনো সদস্য বাংলাদেশে থাকতেন না।’
জামায়াত আমির বলেন, ‘তার ছেলে, বোনের ছেলে এবং মেয়ে তাদের বাংলাদেশের কোনো ছেলে এবং মেয়ে পছন্দ হয়নাই। দুইজন বিয়ে করেছে দুই খ্রিস্টান মেয়েকে এবং একজন বিয়ে করেছে এক ইহুদি ছেলেকে। কোনো অসিুবিধা নাই, তারাও মানুষ। বাংলাদেশকে এতো ভালবাসেন, দুই একটা মেয়ে-ছেলেকে এখানে ভালবাসতে পারলেন না?
তিনি আর বলেন, ‘বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা। আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায়। এই দেমের প্রতি তাদের কোনো দরদ থাকবেনা এটাই স্বাভাবিক।’