স্বামীর সঙ্গে মিমের খুনসুটির ভিডিও ভাইরাল

ছয় বছর প্রেমের পর ২০২২ সালের ৪ জানুয়ারি ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিম। গতকাল শনিবার তৃতীয় বিবাহবার্ষিকী ছিল এই জুটির।

প্রতিবারের ন্যায় এবারও স্বামীর সঙ্গে ভালোবাসা শেয়ার করেছেন মিম। তবে অন্য বছরগুলোর মতো এবার দিনটিকে ঘিরে তুলনামূলক কম আয়োজন ছিল।

বিশেষ দিনটিকে স্মরণীয় রাখতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামীর সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘শুভ বার্ষিকী! বিয়ের ৩ বছর এবং ভালোবাসার এক দশক—১০ বছর। পথচলা শুরুর পর থেকে এটি একটি সুন্দর যাত্রা ছিল।’

আরেকটি রিলস শেয়ার করেছেন। সেখানে মিম জামদানি শাড়ি পরে গানের তালে তালে স্বামীর সঙ্গে খুনসুটি মেতেছেন। স্বামী সনি পোদ্দারও মুখ মিলিয়েছেন মিমের সঙ্গে।

সেই ভিডিওর মন্তব্য ঘরে অনেক ভক্ত তাদের শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে একজন লেখেন, ‘একদম মাইন্ড ব্লোয়িং বললে চলে। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল সামনের দিনগুলোতে এভাবেই ভাল থাকেন সুস্থ থাকেন’

এর আগে প্রথম বিবাহবার্ষিকীতে মিম স্ট্যাটাসে লিখেছিলেন, ‘চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা, কিন্তু মনে হয় এইতো সেদিন মাত্র দেখা হলো। আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি। তাও তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই নতুন লাগে।’

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘পরান’ সিনেমায় বিদ্যা সিনহা মিমের সঙ্গে জুটি বাঁধেন অভিনেতা শরিফুল রাজ। সিনেমাটি দিয়েই এ জুটি আলোচনায় আসে। এরপর তাদের নিয়ে ফের ‘দামাল’ নামে আরও একটি সিনেমা নির্মিত হয়।

প্রসঙ্গত, মিম অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষা রয়েছে। এ ছাড়াও এ অভিনেত্রীর ‘আমি ইয়াসমিন বলছি’ নামে একটি সিনেমার কাজ শুরু হওয়ারও কথা রয়েছে। এদিকে রাজ অভিনীত ‘কবি’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।