যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা বিস্তৃত অঞ্চলে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করছে। এখন পর্যন্ত দুই হাজার ৯০০ একর এলাকা পুড়ে গেছে এবং বহু বাড়ি ও গাড়ি আগুনের কবলে পড়েছে। ইতোমধ্যে অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
আজ বুধবার (৮ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ১৩ হাজার ভবন হুমকির মধ্যে রয়েছে।
ফুটেজে দেখা যায়, প্যাসিফিক প্যালিসেডেস এলাকায় আগুন জ্বলছে এবং বাসিন্দারা আগুন থেকে বাঁচতে তাদের গাড়ি ছেড়ে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং এটির আকার বড় হতে থাকে। দমকা বাতাস ও শুষ্ক অবস্থার কারণে দাবানলটি বেড়েই চলেছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি মারোন বলেছেন, প্যাসিফিক প্যালিসেডস ‘বিপদমুক্ত নয়’।
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘এই বিধ্বংসী আগুন থেকে দ্রুত পুনরুদ্ধারের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।’
মেয়র কারেন আরও বলেন, ‘শহরটি এই জরুরি অবস্থার মোকাবিলা করার জন্য আগ্রাসীভাবে কাজ করছে।’ এ সময় আগুন মোকাবিলায় কাজ করার জন্য তিনি অগ্নিনির্বাপক কর্মীদের ধন্যবাদ জানান।
এদিকে, দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ায় লাখ লাখ মানুষও সতর্কতার আওতায় রয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগুনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং স্থানীয় কর্মকর্তাদের দেওয়া সতর্কতা মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন।