পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সাধারণ পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) চার সদস্য।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ক্ষুদ্রঋণ-১ শাখা হতে জারিকৃত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইআরএফের অন্যতম প্রতিষ্ঠাতা শামসুল হক জাহিদ, সাবেক সভাপতি খাজা মাঈন উদ্দিন, সম্মানিত সদস্য জিয়াউর রহমান ও সাবেক সভাপতি শারমিন রিনভীকে পিকেএসএফ এর সাধারণ পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়াও, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক শামিনা সরকার, ডেভলাপমেন্ট কন্সাল্ট্যান্ট দেওয়ান এ এইচ আলমগীর এবং অর্থনিতীবিদ ড. সাজ্জাদ জহিরকেও সাধারণ পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে পিকেএসএফ।
প্রতিষ্ঠানটির সাধারণ পর্ষদে সরকারি সদস্য হিসেবে ০৭ জানুয়ারি ২০২৫ তারিখ হতে পরবর্তী ৩ বছরের জন্য তাদের মনোনিত করা হয়েছে।