বাহরাইনের শিল্পমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের বৈঠক

বাহরাইনের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আব্দুল্লাহ বিন আদেল ফাখরুর সঙ্গে বৈঠক করেছেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।

স্থানীয় সময় বুধবার (৮ জানুয়া‌রি) বাহরাইনের শিল্প ও বাণিজ্যমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হ‌য়।

মানামার বাংলা‌দেশ দূতাবাস জানায়, বৈঠকে তারা বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসারসহ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে দূতাবাসের তৃতীয় সচিব মোহাম্মদ মামুনুর রশীদ তালুকদার উপস্থিত ছিলেন।