বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলাম।
আগামী দুই বছরের জন্য এ পদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। শাহীনুল ইসলাম দীর্ঘদিন বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের উপ-প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপনে জারি করেছে।
এতে বলা হয়, ২০১৯-এর বিধি ২২ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলাম অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদায় সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে তার যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে বাংলাদেশ বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এ চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্রে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
জানা গেছে, বিএফআইইউয়ের নতুন প্রধান নিয়োগের সাক্ষাৎকার নিতে ১০ জনকে ডাকে বাংলাদেশ ব্যাংক। ১১ ও ১২ ডিসেম্বর সাক্ষাৎকার হয়। গত ৩১ অক্টোবর এ পদের জন্য আবেদনপত্র জমা দেন এ এফ এম শাহীনুল ইসলাম।
শাহীনুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সবশেষ বিএফআইইউয়ের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
শাহীনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স), এমএসসি (পরিসংখ্যান) সম্পন্ন করেন। ১৯৯৩ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর থেকে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। ২০২২ সালের ২ মার্চ তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসপ্রধান হিসেবে বগুড়া অঞ্চলের ব্যাংকগুলোর সার্বিক কার্যক্রম দেখভালের দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৩ সালের ২৮ মার্চ থেকে বাংলাদেশে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান- বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নিবার্হী পরিচালক ও উপ-প্রধান কর্মকর্তা হিসেবে অত্যন্ত পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনসহ মোট ৩১ বছর শেষে গত বছরের ৩১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে পিআরএলে যান তিনি।