শীতের সকালে আদুরে ছবিতে ভালোবাসা প্রকাশ সৌরভ-দর্শনার

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি সৌরভ দাস এবং দর্শনা বণিক। দেখতে দেখতে তাদের বিবাহিত জীবনের এক বছর পূর্ণ হয়েছে। নিজেদের দাম্পত্য জীবনের নানা মুহূর্ত মাঝেমধ্যেই শেয়ার করেন এই জুটি।

তারই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুর শীতের সকালে একটি বিশেষ মুহূর্ত নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করলেন সৌরভ।

যেখানে দেখা যাচ্ছে, লেপের তলায় আরামের এক পরিবেশে রয়েছেন সৌরভ ও দর্শনা। কখনো দর্শনার কাঁধে মুখ গুঁজে ঘুমোচ্ছেন সৌরভ, তো কখনও হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন দু’জনে।

ছবিগুলো শেয়ার করতেই ঝড়ের বেগে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরাও তারকা দম্পতির ভালোবাসার খুনসুটি নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন।

২০২৪ সালের নভেম্বরে বিয়ের ঘোষণা করে ডিসেম্বরে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েছিলেন সৌরভ-দর্শনা। অভিনেতার সঙ্গে বিয়ের পর দর্শনাকে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে।

সৌরভের পূর্ববর্তী সম্পর্ক, বিশেষত অনিন্দিতা বোসের সঙ্গে তার লিভ-ইন সম্পর্ক, নিয়ে নেটিজেনদের কটাক্ষও শুনতে হয়েছে অভিনেত্রীকে। তবে এই দম্পতি কখনওই সেই সমালোচনায় পাত্তা দেননি।

পেশাগত দিক থেকেও এই জুটি যথেষ্ট ব্যস্ত। সৌরভ শিগগিরই সৌমিতৃষার সঙ্গে ‘১০ই জুন’ ছবিতে পর্দায় হাজির হবেন, যা মুক্তি পাবে ফেব্রুয়ারিতে। অন্যদিকে, দর্শনা বড় বাজেটের ‘দেবী চৌধুরাণী’ প্রোজেক্টে কাজ করছেন।

টলিউডের এই সফল জুটি তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবন নিয়ে বারবার শিরোনামে থাকছেন।