স্বাভাবিক হয়েছে সঞ্চয়পত্র বিক্রির কার্যক্রম

সঞ্চয় অধিদপ্তরের সার্ভার আপগ্রেডেশনের কাজ চলমান থাকার জের ধরে গত ছয় দিন ধরে বন্ধ ছিল সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) আপগ্রেডেশনের কাজ শেষ হওয়ায় স্বাভাবিক হয় সঞ্চয়পত্র বিক্রির কার্যক্রম।

সঞ্চয় অধিদপ্তরের একটি সূত্র জানায়, গত বুধবার থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার আপগ্রেডেশনের কাজ শুরু হওয়ায়সঞ্চয়পত্র বিক্রির কাজ ব্যহত হয়। তবে গতকাল থেকে সার্ভার চালু হয়েছে। এখন সঞ্চয়পত্র বিক্রি বা ভাঙানোর কাজ করতে পারছেন গ্রাহকরা।

তবে প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর সার্ভার চালু হলেও কমেছে সঞ্চয়পত্রের গ্রাহকদের ভিড়। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে হাতেগোনা কয়েকজন গ্রাহকের দেখা মিলেছে। সেবা বন্ধ থাকাকালীন যারা সঞ্চয়পত্র কিনেছেন তারা এখন ফর্মসহ কাগজ জমা দিতে আসছেন।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, সার্ভার ডাউন হবার পর অনেক গ্রাহক এসেও ফিরে গেছেন। এখন অনেকেই হয়তো জানেন না সার্ভার সচল রয়েছে। এ কারণে গ্রাহকের ভিড় কিছুটা কম থাকতে পারে।

সঞ্চয় অধিদপ্তরের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা জানান, গতকাল থেকেই পুরোপুরি সচল রয়েছে সার্ভার। সপ্তাহের শেষ দিন হওয়ায় অনেকেই আসেনি, কেউ হয়তো দুপুরে আসবেন। তবে কাজ চলমান আছে। রোববার থেকে ভিড় বাড়তে পারে গ্রাহকদের।

এর আগে গত সপ্তাহের বুধবার থেকে পূর্ব নোটিশ ছাড়াই অধিদপ্তরের সার্ভার ডাউন হয়ে সঞ্চয়পত্র বিক্রির কাজ বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়তে হয় গ্রাহকদের।