এএমএস গ্লোবাল ফার্স্ট রেগুলার ইনকাম ফান্ডের ট্রাস্ট ডীড স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন

“এএমএস গ্লোবাল ফার্স্ট রেগুলার ইনকাম ফান্ড” পরিচালনার জন্য ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সম্প্রতি এএমএস গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি ট্রাস্ট ডীড স্বাক্ষর সম্পন্ন করেছে।

এই চুক্তির অধীনে, আইসিবি ট্রাষ্টি হিসেবে উক্ত ফান্ডের দায়িত্ব পালন করবে। ফান্ডের প্রাথমিক আকার ২৫ কোটি টাকা এবং অভিহিত মূল্য ১০ টাকা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আইসিবি’র প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ট্রাস্ট ডীডে স্বাক্ষরটি অনুষ্ঠিত হয়।

আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন এবং এএমএস গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও মুহাম্মদ আসমত আলী দরি আস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ট্রাস্ট ডীডে স্বাক্ষর করেন। এ অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কমর্কতার্রা উপস্থিত ছিলেন।