রাজশাহীতে আজ বৃহস্পতিবার দুপুরে শাহরিয়ার আলমের চারতলা ভবনটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা । ছবি: এনটিভি
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে বিক্ষুব্ধ জনতা শাহরিয়ার আলমের চারতলা ভবনটিতে আগুন দেয়।
তবে এসময় বাড়িতে কোনো লোকজন ছিল না। গত ৫ আগস্টের পর থেকে তালাবদ্ধ ছিল বাড়িটি। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আগুন দেওয়ার পর বিক্ষুব্ধ জনতা বাড়িটি ঘিরে বিক্ষোভ করে। সংবাদ পেয়ে পুলিশের নিরাপত্তায় ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের গাড়ি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।