আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির যান ঠেকাতে ভিডিও মামলা করা হবে বলে জানিয়েছেন ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেনেন্স) কোম্পানি লিমিটেডের যানচলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব:) হাসিব হাসান খান।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। হাসিব হাসান খান বলেন, বেপরোয়া গতিতে যান চলাচল করলে এবং একই গাড়ি তিন বারের বেশি গতিসীমা লঙ্ঘন শনাক্ত হলে ভবিষ্যতে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ করা হবে।
তিনি জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখন সর্বোচ্চ গতিসীমা আছে ৬০ কিলোমিটার।