জেনিথ লাইফ: ২৪ হাজার টাকা প্রিমিয়ামে গ্রাহকপেলেন ১ লাখ ২৪ হাজার টাকা

গাজীপুরের সফিপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা গ্রাহক মো. রবিউল ইসলাম মাত্র ২৪ হাজার টাকা প্রিমিয়াম দিয়ে মারা যান। রবিউল ইসলামের ২৪ টাকার বিপরীতে মৃত্যুদাবির ১ লাখ ২৪ হাজার টাকার চেক দিয়েছে জেনিথ লাইফ।

শুক্রবার (১৪ এপ্রিল) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান পলিসির নমিনী মোসা. জোসনা খাতুনের কাছে চেক হস্তান্তর করেন। এ সময় জোসনা খাতুৃন আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেনিথ লাইফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জজকোর্টের এ.পি.পি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদস্য ও গাজীপুর জেলা যুব দলের সাবেক সদস্য সচিব এ্যাডভোকেট রফিকুল ইসলাম এবং কালিয়াকৈর উপজেলা বিএনপির ১ নং সহ সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হোসেন মন্ডল এবং কাশিমপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান টুটুল। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংগঠন প্রধান মো. তানভীর ইসলাম তানজিল। প্রায় শতাধিক উন্নয়ন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।