কেন্দুয়া শহীদ মিনারে শ্রদ্ধা বিএনপির

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোনা জেলার কেন্দুয়া শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গসংগঠন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বিএনপির স্থানীয় অঙ্গসংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, কেন্দুয়া থানা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সদস্য সচিব মো মজিবুর রহমান ভূইয়া মজনু, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম আহম্মেদ খোকন দূর দিনের কান্ডারী, কারা নির্যাতিত ছাত্রদল নেতা; বর্তমান সদস্য সচিব কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদল মোঃ জাকারুল ইসলাম।

এদিকে, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শহীদরা বুকের তাজা রক্ত দিয়ে বিশ্বের ইতিহাসে বাংলাকে নিয়ে যান অনন্য এক উচ্চতায়। সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দুয়া থানার সর্বস্তরের মানুষ।

এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’। তখন কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ জাকারুল ইসলাম গণমাধ্যমে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে শুধু এক বাক্যে বলেন – একুশ আমার অহংকার, অস্তিত্ব।