মদনে বিএনপি নেতা বাবরের আগমনে ছাত্রদলের নেতা জাকারুল এর শোডাউন

দীর্ঘ ১৭ বছর পর আজ (রোববার) সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর নিজের জন্মস্থান নেত্রকোনা জেলার মদন উপজেলায় ফিরছেন। তার আগমনকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক পরিবেশে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। জেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনগুলো ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাবরের আগমনের জন্য। নেত্রকোনার বিভিন্ন জায়গায় সাজানো হয়েছে তোরণ, ব্যানার ও পোস্টার, এবং সমর্থকরা তাকে বরণ করতে প্রস্তুত। এরই ধারাবাহিকতায় কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের মহাসচিব মোঃ জাকারুল ইসলাম নেত্রকোনার বরপুত্র লুৎফুজ্জামান বাবরকে নেত্রকোনার প্রবেশ মুখ থেকে বিশাল কর্মী বাহিনী নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ন্যায়।

মো. লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি বিএনপি’র ধানের শীষ প্রতীকে প্রথমবার এমপি নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালের নির্বাচনে পুনরায় এমপি নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়ার সরকারের অধীনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে এই এলাকার জনগণ নানা সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে জড়িত ছিল এবং তিনি স্থানীয় জনগণের কাছে জনপ্রিয় ছিলেন।

কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ জাকারুল ইসলাম বলেন, ‘১৭ বছর পর বাবর ভাই নিজ গ্রামে আসবেন। তার আগমন উপলক্ষে আমরা নেত্রকোনা জেলার সকল থানার মানুষ আনন্দিত। উনার মত নিবেদিত নেতা নেই বলে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে তাই মনে করি।