রাজধানীর নিউমার্কেট এলিফ্যান্ট রোডের এক ছাত্রী হোস্টেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আনিকা মেহেরুন নেছা নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যার বিষয়টি প্রেম ঘটিত হতে পারে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্সে) একজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকার মাকসুদ ভবনের অষ্টম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহটি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
আনিকা মেহেরুন নেছার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলায়। ঘটনার পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে আটক বুটেক্সের শিক্ষার্থীর নাম সুনান তালুকদার। তাকে রাত ২টার দিকে সেই ছাত্রী হোস্টেল থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। জানা যায়, আনিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুনানের। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সমস্যা চলমান ছিল। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলত।
আনিকার সহপাঠী ঢাবির দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলি মেহরাজ শাহরিয়ার মিথুন ঢাকা পোস্টকে বলেন, গত পরশু দিন আমার সঙ্গে আনিকার কথা হয়। তখন আনিকা জানায় তার বয়ফ্রেন্ড সুনান তাকে ছোটখাটো বিষয় নিয়ে অনেক ট্রমার মধ্যে ফেলে রাখে। হয়ত সে আর বাঁচবে না। পরে গতকাল (রোববার) শেষ রাতে শুনলাম আনিকা আত্মহত্যা করেছে। আমরা সেখানে গিয়ে দেখি পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনাস্থল থেকে সুনানকে আটক করেছে। আমি মনে করি এর পেছনে সুনানের নির্যাতন দায়ী।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, ঘটনাটি আমরা জানতে পেরেছি। আমি থানায় যোগাযোগ করেছি। এ ঘটনায় বুটেক্সের এক শিক্ষার্থীকে আটক করেছে নিউমার্কেট থানা।
জানতে চাইলে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি প্রেমঘটিত বিষয়ে আত্মহত্যা হতে পারে। ছাত্রীর বাম হাতে পুরোনো ক্ষতচিহ্ন রয়েছে, যা সাধারণত প্রেম সংক্রান্ত বিষয়ে হতাশার কারণে হয়ে থাকে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আমরা সন্দেহভাজন একজনকে আটক করেছি এবং তদন্ত অব্যাহত রয়েছে।