বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা পারভীন

বিয়ে করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মডেল ও ছোটপর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। বিয়ের ছবি নিজেই তার ফেসবুক আইডিতে পোস্ট করে এই সুখবর জানিয়েছেন অভিনেত্রী।

বিয়ের তিনটি ছবি পোস্ট করে শাকিলা আরবি ও ইংরেজি ভাষায় একটি লাইন লিখেছেন, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি’।

শাকিলার পোস্ট থেকে জানা যায়, তিনি বিয়ে করেছেন গত ২৩ ফেব্রুয়ারি। ছবি দেখে ধারনা করা যায়, একেবারেই ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন শাকিলা। তবে তারা দুজন দুজনকে পছন্দ করেই যে বিয়ে করেছেন, তা ছবিতে শাকিলা ও তার বরের রসায়ন দেখলেই বোঝা যায়।

বিয়ের সময় এই অভিনেত্রী পরেছিলেন রানী গোলাপী জমিনের ওপর ভারী কাজ করা বেনাসরি। সঙ্গে ছিলো সোনালী নেটের ওড়না। আর তার বরের পরনে ছিলো অফ হোয়াইট শেরওয়ানি ও মেরুন ভ্যালভেটের পাগড়ি।

তবে শাকিলার বরের নাম বা পরিচয় তিনি ওই পোস্টে জানাননি। জনপ্রিয় মডেল ও অভিনেতা ইমতু রাতিশসহ একাধিক শোবিজ তারকা শাকিলাকে বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

শাকিলা পারভিন ১৯৯৫ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার ডাকনাম মুক্তি। বর্তমানে তিনি নিয়মিত নাটকে অভিনয় ও মডেলিং নিয়ে ব্যস্ত। শাকিলা পারভিন বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করে জনপ্রিত অর্জন করেছেন।

‘সেম সেম বাট ডিফরেন্ট’ নাটকের পোস্টারে মোশাররফ করিম ও শাকিলা পারভীন
সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয়। প্রতিনিয়ত নিজের আপডেট ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন ব্লগের মাধ্যমে। এছাড়া ফেসবুক জুড়ে রয়েছে তার সুন্দর সুন্দর ছবি ও ভিডিও। তাকে সর্বশেষ দেখা গেছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘সেম সেম বাট ডিফরেন্ট’ নাটকে। নাটকটি অল্প সময়ের মধ্যেই এক মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।