ঈদ ডাবল খুশি অফার সিজন-৩ নিয়ে, যমুনা ইলেকট্রনিক্স-ঈদ ক্যাম্পেইন শুরু হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এই ঈদের খুশিকে সর্বজনীন করতে যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমোবাইলসের পণ্যে শুরু হয়েছে এই ডাবল খুশি অফার সিজন-৩ ।
শনিবার (১ মার্চ) যমুনা ফিউচারপার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যমুনা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আয়োজকরা বলেন, এর আগেও ঈদ ডাবল খুশি অফার ক্রেতাদের মাঝে বিপুল সাড়া ফেলেছিল। ২ বছরের ধারাবাহিকতায় অসংখ্য ক্রেতা সাধারণের চাহিদার কথা চিন্তা করে দেশের এক নম্বর কোয়ালিটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড যমুনা এবারও নিয়ে এসেছে ঈদ ডাবল খুশি অফার সিজন-৩।
তারা জানান, এ অফারের আওতায় ক্রেতা সারাদেশ ব্যাপী যমুনা ইলেকট্রনিক্সের সকল শো-রুম, ডিলার শোরুম, অনলাইন থেকে ঈদ ডাবল খুশি অফার-সিজন-৩ আওতায় থাকবে।
যমুনা পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে অফার জিতে নিতে পারবে ক্রেতারা। নিশ্চিত ঈদ উপহার, বিদেশ ভ্রমণের সুযোগ এবং সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ডিস্কাউন্ট রয়েছে। এ অফারে যমুনা রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, এসি সহ হোম এপ্লায়েন্স পণ্য ২০ হাজার টাকার বেশি কিনলেই ডিজিটাল রেজিস্ট্রেশন করে ক্রেতারা পাবেন নিশ্চিত ঈদ উপহার। পাশাপাশি বিদেশ ভ্রমণের সুযোগ এবং সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নিশ্চিত নগদ ডিস্কাউন্ট।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম, যমুনা ইলেকট্রনিক্সের ডিরেক্টর মার্কেটিং সেলিম উল্ল্যা সেলিম
ডিরেক্টর সেলস ডক্টর মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন, যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলসের ডিরেক্টর এইচসিএম বিজনেস অপারেশনস আফসার উদ্দিন, জিএম অ্যাকাউন্টস সফিক উদ্দিন আহমেদ, হেড অব আইটি মেহেদি হাসান, হেড অফ সেলস (প্লাজা নেটওয়ার্ক) মিজানুর রহমান, ডিজিএম সেলস মাকসুদুর রহমান, হেড অফ সেলস (প্লাজা) আব্দুল আলীম শিমুল প্রমুখ।