পতনের চাপে তিন কোম্পানির বিনিয়োগকারীরা

প্রতি সপ্তাহের শুরুতে বিনিয়োগকারীরা শেয়ারবাজার ভালো হবে-এমন স্বপ্ন বুনতে থাকে। কিন্তু সপ্তাহশেষে তাদের সেই স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে যায়। বাজার কোনভাবেই ঘুরে দাঁড়ায় না। যার কারণে সপ্তাহান্তে তাদের সামনে যথারীতি বিনিয়োগ কমার তথ্যই হাজির হয়।

বিদায়ী সপ্তাহেও তেমনি বেশিরভাগ বিনিয়োগকারীর সামনে তাদের পোর্টফোলিও ভ্যালু কমার তথ্য হাজির হয়েছে। এমন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে তিন কোম্পানির বিনিয়োগকারীদের বিনিয়োগ তথ্যে বেশি পরিমাণে পুঁজি কমার তথ্য হাজির হয়েছে। কোম্পানি ৩টি হলো-মিডল্যান্ড ব্যাংক, শার্প ইন্ডাষ্ট্রিজ ও হামি ইন্ডাষ্ট্রিজ পিএলসি।

সপ্তাহের ব্যবধানে কোম্পানি ৩টির শেয়ারদর বেশি কমায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এগুলোর শেয়ার পতনের শীর্ষ তালিকায় স্থান নিয়েছে। কোম্পানি ৩টির মধ্যে বিদায়ী সপ্তাহে ল্যান্ড ব্যাংকের দর কমেছে ২২ দশমিক ৭১ শতাংশ, শার্প ইন্ডাষ্ট্রিজের ২০ দশমিক ৬৯ শতাংশ ও হামি ইন্ডাষ্ট্রিজের ২০ দশমিক ৩৪ শতাংশ।
কোম্পানি ৩টির মধ্যে গত ১৩ ফেব্রুয়ারি মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর ছিল ২৯ টাকা ৬০ পয়সা। সর্বশেষ বৃহস্পতিবার ক্লোজিং হয়েছে ২১ টাকা ১০ পয়সায়। দুই সপ্তাহে দর কমেছে ২৮ দশমিক ৭২ শতাংশ।

গত ১৮ জানুয়ারি শার্প ইন্ডাষ্ট্রিজের দর ছিল ২৯ টাকায়। এরপর থেকে সংশোধনে রয়েছে শেয়ারটির দর। সর্বশেষ বৃহস্পতিবার ক্লোজিং হয়েছে ২৩ টাকায়। অন্যদিকে, গত ১২ জানুয়ারি হামি ইন্ডাষ্ট্রিজের শেয়ার দর ছিল ১৩২ টাকায়। এরপর থেকে সংশোধনে রয়েছে এই শেয়ারটিও। সর্বশেষ বৃহস্পতিবার ক্লোজিং হয়েছে ১০২ টাকা ৬০ পয়সায়।