দেশের স্বনামধন্য কর্পোরেট হাউজ শান্তা হোল্ডিংস-এর অঙ্গপ্রতিষ্ঠান শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও ঢাকা ব্যাংক, ব্যাংকাস্যুরেন্স সেবা প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে, ঢাকা ব্যাংকের ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ ও কার্যকর বীমা সুবিধা নিশ্চিত করা হবে।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং শান্তা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস এ আহমেদ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই অংশীদারিত্বের মাধ্যমে, শান্তা লাইফ ইন্স্যুরেন্স ঢাকা ব্যাংকের বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী বীমা পলিসি প্রদান করবে। ব্যাংকাস্যুরেন্সের ফলে ব্যাংকের গ্রাহকরা আরও সমৃদ্ধ আর্থিক সেবার সুবিধা পাবেন।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ বলেন, “ব্যাংকাস্যুরেন্স ব্যাংকিং এবং বীমা সেবাগুলো এক করে ব্যক্তির আর্থিক সুরক্ষা আরোও বৃদ্ধি করে। শান্তা লাইফের সাথে ঢাকা ব্যাংকের এই নতুন সম্পর্ক কাস্টমারদের জন্য আরোও সহজ ও কার্যকর বীমা পলিসি প্রদান করার পাশাপাশি তাদের ফিনান্সিয়াল ও রিস্ক প্ল্যানিং এও উৎসাহিত করবে। বাংলাদেশের প্রতিটি স্তরে মানুষকে অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে আনার আমাদের যে প্রতিশ্রুতি, শান্তা লাইফ এর সাথে নতুন এই সম্পর্ক তারই প্রতিফলন। ”
শান্তা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস এ আহমেদ বলেন, “বাংলাদেশের বীমা খাতে ব্যাংকাস্যুরেন্স একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই উদ্যোগ দীর্ঘমেয়াদে গ্রাহকদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে।“
এই চুক্তির ফলে গ্রাহকবান্ধব ব্যাংকাস্যুরেন্স কাঠামো তৈরি, ব্যাংক কর্মীদের বীমা সেবা সম্পর্কে প্রশিক্ষণ, এবং ব্যাংকের মাধ্যমে বীমা পলিসি কেনার সুবিধা সহজতর হবে।
স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।