আরও ৩ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভাঙল বাংলাদেশ ব্যাংক

বেসরকারি খাতের আরও তিনটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো– এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক ও মেঘনা ব্যাংক। তবে নতুন করে কারা পর্ষদের দায়িত্ব পেয়েছে সেবিষয়ে কিছু জানানো হয়নি।

বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতকল্পে ও জনস্বার্থে ব্যাংক-কোম্পানি আইনের ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এমন সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক তিনটিতে নতুন পরিচালক কারা হচ্ছেন এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজ বৃহস্পতিবার বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, এসব ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালকদের অনেকেই পলাতক। তাছাড়া, এসব ব্যাংকের আর্থিক স্বাস্থ্যও ভঙ্গুর। সার্বিক বিষয় বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক এই তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়েছেন।
এর আগে, সরকার পরিবর্তনের পর ইসলামী ব্যাংকসহ মোট ১১টি ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন বোর্ড গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় বারের মতো এবার আরো ৩টি ব্যাংকের পর্ষদ ভাঙ্গল নিয়ন্ত্রক সংস্থাটি।

খাতসংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ শাসনামলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের ব্যাংকিং খাত। কয়েক বছর ধরেই নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ব্যাংক খাত। গত দুই বছরে এই সংকট আরো গভীর হয়েছে। ঋণের নামে ব্যাংক লুটপাট আর বিদেশে অর্থপাচার, লাগামহীন খেলাপি ঋণ, ব্যাংকে তীব্র তারল্য সংকট, ডলার ও রিজার্ভ সংকটে ব্যাংক খাতের ক্ষত আরো গভীর হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকা রাখার কথা ছিল, সেটিও পালন করেননি ওই সময়ের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বরং দফায় দফায় তাঁর ভুল নীতির খেসারত দিতে হয়েছে ব্যাংক খাতকে। এতে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থাহীনতা বাড়ে।