হামজাকে বরণে বিমানবন্দরে হাজির ভক্ত সমর্থকরা

ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন হামজা চৌধুরী। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলা এই তারকাকে অভ্যর্থনা জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়েছেন তার ভক্ত সমর্থকরা।

ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে বাংলাদেশের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল পৌণে ১২ টার দিকে হামজার আসার কথা রয়েছে।

বাফুফের সূত্রে জানা যায়, আগামী ২৫ মার্চ বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার কথা রয়েছে। সেই অনুযায়ী হামজা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে রওনা হয়েছেন।

হামজাকে বরণ করতে আসা সিলেটের বাসিন্দা রিয়াদ জানান, হামজা বাংলাদেশে আসছে এটি আমাদের জন্য বিশাল কিছু। অনেক দিন থেকে হামজাকে নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে মাতামাতি হচ্ছে। আমরা প্রত্যাশা করি হামজার মাধ্যমে বাংলাদেশের ফুটবল আরেকধাপ এগিয়ে যাবে।

সুনামগঞ্জের বাসিন্দা মুখলেসুর রহমান জানান, আমি সকাল সাড়ে ৯ টা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছি। হামজা একজন বিশ্বমানের খেলোয়াড়। সে দারুণ ফর্মে আছে। গতকাল ইংল্যান্ডে সে একটি ম্যাচ খেলেই দেশের উদ্দেশে রওনা দিয়েছে। গতকালও সে চমৎকার খেলেছে। আমরা প্রত্যাশা করি হামজা আগামী ২৫ মার্চের খেলায় আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। আমরা খুবই উচ্ছ্বসিত।