বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছেন বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন বাণিজ্য দূত রোজি উইন্টারটন।
ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ সাক্ষাতের তথ্য জানায়। হাইকমিশন জানায়, চলতি সপ্তাহে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন। তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।
বাণিজ্য দূত যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তিনি বিডার নির্বাহী চেয়ারম্যানকে জানান, চলতি বছর বাংলাদেশে অনুষ্ঠেয় শীর্ষ বিনিয়োগ সম্মেলনে ভূমিকা পালন করতে চায় যুক্তরাজ্য।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে রোজি উইন্টারটনকে বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন বাণিজ্যদূত করা হয়। যুক্তরাজ্য–বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যুক্তরাজ্য সরকার রোজিকে বাণিজ্য দূত হিসেবে নিয়োগ দেন।