‘ভবিষ্যতের দিকে চোখ: বিশ্বব্যাপী সুস্থতা উন্নত করা’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব অপ্টোমেট্রি দিবস-২০২৫ পালিত হয়েছে।
নারায়ণগঞ্জ-যাত্রাবাড়ী অপ্টোমেট্রিস্ট সোসাইটির উদ্যোগে মঙ্গলবার প্রায় দুই শতাধিক অপ্টোমেট্রিস্টের অংশগ্রহণে অপ্টোমেস্ট্রি দিবস উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠীত হয়। সভায় আলোচকরা বলেন, অপ্টোমেট্রিস্ট বিষয়টা আমাদের দেশের জন্য নতুন, তবে চক্ষু চিকিৎসাসেবায় চক্ষু বিশেষজ্ঞদের পাশাপাশি দেশে দৃষ্টি সংক্রান্ত বিষয়ে অপ্টোমেট্রিস্টদের প্রয়োজনীয়তা রয়েছে। উন্নত বিশ্বের প্রায় প্রতিটি দেশেই অপ্টোমেট্রিস্টদের খুবই গুরুত্বের সঙ্গে দেখা হয়। প্রতিটি হাসপাতালেই চক্ষু বিশেষজ্ঞদের পাশাপাশি অপ্টোমেট্রিস্টরা কাজ করেন। এতে করে চক্ষু সেবা অনেকটাই সহজ ও মানসম্মত হয়। অপ্টোমেট্রি পেশাকে জাতীয়করন ও এ পেশাজীবিদের নিয়মিত বৈজ্ঞানিক সেমিনারের মাধ্যমে তাদের দক্ষতা আরো বাড়ানোর উপর জোর দেন বক্তারা। তারা বলেন, উন্নত বিশ্বে এ পেশার গুরুত্ব অনেক থাকলেও আমাদের দেশে এখনো এ পেশা তেমন ভাল পরিচিত পায়নি। তাই সরকারকে এদিকে নজর দেয়ার আহবান জানান তারা।
মো. ওবায়দুল হক ওপির সঞ্চলনায় মো. মাসুম হোসেনের সভাপতিত্বে, নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ এ এফ এম মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ এস আলম শিকদার, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার সহকারী অধ্যাপক মোহাম্মদ সালাহ্ উদ্দিন, বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির সেক্রেটারি মোঃ বরকত আলী, নারায়ণগঞ্জ- যাত্রাবাড়ী অপ্টোমেট্রিস্ট সোসাইটি উপদেষ্টা মোহাম্মদ মনিরুজ্জামান, লায়ন শহীদুল আজম রাসেল, সাবেক সভাপতি মোঃ জিসান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন প্রমুখ।
নারায়ণগঞ্জ-যাত্রাবাড়ী আয়োজনেবিশ্ব অপ্টোমেট্রি দিবস পালিত
