লি‌বিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৪৪ জন

লি‌বিয়া থে‌কে দে‌শে ফি‌রে‌ছেন আরও ১৪৪ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্প‌তিবার (২৭ মার্চ) সকা‌লে লিবিয়ার বুরাক এয়ারের ইউ‌জেড২২২ ফ্লাইটে তারা দে‌শে ফি‌রেন।

ত্রিপোলীর বাংলা‌দেশ দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার অক্লান্ত প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় ১৪৪ জন বাংলাদেশি নাগরিককে ২৬ মার্চ দেশে প্রত্যাবাসন করা হয়।

প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে ৫৫ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং অবশিষ্ট ৮৯ জন বিপদগ্রস্ত অবস্থায় মিসরাতা ও ত্রিপলী হতে স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন। তাদের মধ্যে ৬ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের ইউ‌জেড২২২ ফ্লাইটে ২৭ মার্চ সকাল ৮টায় ঢাকায় পৌঁছান।