হাসপাতালে রাজা চার্লস

হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বাকিংহাম প্যালেস জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজা তৃতীয় চার্লসের ক্যানসার চিকিৎসা ঘিরে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া অনুভূত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।

এদিকে, হাসপাতালে ভর্তি হওয়ার ফলে বৃহস্পতিবার ও শুক্রবার রাজা চার্লসের সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ক্যানসারের নির্ধারিত এবং চলমান চিকিৎসার জন্য রাজা চার্লস কিছু অস্থায়ী পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেন। যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে,এ কারণে রাজার বিকালের যাবতীয় কর্মসূচি বাতিল করা হয়েছে। এছাড়া চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাজার শুক্রবারের সমস্ত কর্মসূচিও বাতিল করা হয়েছে।

সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ক্যানসার চিকিৎসার কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেছেন রাজা চার্লস। উল্লেখ এটি তার আরোগ্যলাভের পথে খুবই সামান্য বাধা।

জানা গেছে, নিজ বাসভবনে রাজা তৃতীয় চার্লসকে ভালো অবস্থাতেই দেখা গিয়েছে। ৭৮ বছর বয়সি চার্লস নিজের মতো করে বাসভবনে নানান নথি নিয়ে কাজ করছিলেন, নিজের স্টাডি রুম থেকে বেশ কয়েকটি ফোনও করেছেন তিনি। সেটিও পরিলক্ষিত হয়েছে। এমনই দাবি করছে পিএ নিউজ এজেন্সি।

উল্লেখ্য, ২০২৩ সালে ব্রিটেনের রাজপদে অধিষ্ঠীত হন চার্লস। রাজা হিসাবে অভিষেক হয় তার। তার আগে পর্যন্ত তার মা রানী দ্বিতীয় এলিজাবেথ দেশটির সর্বোচ্চ রাষ্ট্রপ্রধান হিসাবে অধিষ্ঠিত ছিলেন।