ভারত ভোজ্যতেলের মজুত নিয়ে বিপাকে পড়েছে। তেলের মজুত তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। খবর বিজনের রেকর্ডারের।
সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএ) জানিয়েছে, এপ্রিলের শুরুতে দেশে উদ্ভিজ্জ তেলের মজুত ১৬ লাখ ৭০ হাজার টনে নেমে এসেছে। ২০২১ সালের ডিসেম্বরের পর এটি সর্বনিম্ন। এর পেছনে প্রধান কারণ মার্চে পাম অয়েলের কম আমদানি।
বিশ্বের বৃহত্তম উদ্ভিজ্জ তেল আমদানিকারক দেশ ভারত। সেই হিসেবে দেশটিকে আগামীতে আমদানি বাড়াতে হতে পারে, যা আন্তর্জাতিক বাজারে বিশেষ করে মালয়েশিয়ার পাম অয়েল এবং মার্কিন সয়াবিন তেলের দামে প্রভাব ফেলতে পারে।
এসইএর তথ্য অনুযায়ী, মার্চে পাম অয়েলের আমদানি আগের মাসের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেড়ে ৪ লাখ ২৪ হাজার টনে দাঁড়ালেও, এটি এখনো গড় আমদানির চেয়ে অনেক কম। গত বছরের অক্টোবরে শেষ হওয়া বিপণন বর্ষে ভারতের পাম অয়েল আমদানির গড় ছিল প্রতি মাসে ৭ লাখ ৫০ হাজার টনের বেশি।
পাম অয়েলের তুলনায় সয়াবিন তেলের দাম কম থাকায় ক্রেতারা সেদিকেই বেশি ঝুঁকেছেন।