বেসিক ব্যাংকের নতুন ডিএমডি হলেন রফিকুল ইসলাম

রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে গত ১৩ এপ্রিল যোগদান করেছেন মো. রফিকুল ইসলাম। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে ডিএমডি পদে পদোন্নতি লাভ করেন এবং বেসিক ব্যাংকে পদায়িত হন।

বুধবার (১৬ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

মো. রফিকুল ইসলাম ২০০৪ সালে প্রোগ্রামার পদে সোনালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ দুই দশকের কর্মজীবনে ইসলাম সোনালী ব্যাংকের আইসিটি বিভাগসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি খুলনা, ময়মনসিংহ এবং জামালপুরের জেনারেল ম্যানেজার্স অফিসের জিএম হিসেবে দায়িত্ব পালন করেন। সোনালী ব্যাংকের সিবিএস বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এ ছাড়া তিনি সোনালী ব্যাংকিং সলিউশন (এসবিএস) নামে ব্রোঞ্চ ব্যাংকিং সফটওয়্যার বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের ডিজিটালাইজশনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।