কড়া মার্কিন শুল্কনীতির কারণে এবার যুক্তরাষ্ট্রে উচ্চমূল্যের পার্সেল পাঠানো স্থগিত করলো ডেলিভারি জায়ান্ট ডিএইচএল এক্সপ্রেস। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার থেকে যুক্তরাষ্ট্রে ৮০০ ডলার (৬০৩ পাউন্ড) মূল্যের বেশি সকল ভোক্তা পণ্য পাঠানো সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ডিএইচএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত আগাম আরেকটি ঘোষণা না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।
এদিকে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পণ্য আদান-প্রদান অব্যাহত থাকলেও সেগুলোতেও বিলম্বের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে ডিএইচএল।
গত কয়েক সপ্তাহে ট্রাম্প সরকারের কঠোর শুল্ক নীতি ও কাস্টমস চেকিং প্রক্রিয়া জোরদার হওয়ায় আমদানিকৃত পণ্যের মূল্য সীমা কমিয়ে আনা হয়েছে। এর আগে, ২ হাজার ৫শ’ ডলার পর্যন্ত মূল্যের পণ্য ন্যূনতম কাগজপত্রে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারলেও এখন সেই সুবিধা সীমিত করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বৈশ্বিক ই-কমার্স ও ছোট ব্যবসায়ীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রের ভোক্তাদের কাছে সরাসরি পণ্য রফতানি করেন।