ঢাকায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বিজনেস অপরচুনিটিজ সেমিনার শুরু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন শুরু হয়। এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ি ইউন জং সেমিনারের শুরুতেই বক্তব্য দেন।
সেমিনারে পরামর্শক, ঠিকাদার, সরবরাহকারী, সিভিল সোসাইটি সংগঠন, সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, কূটনৈতিক মিশনের কর্মী এবং বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের ব্যক্তিরা অংশ নিয়েছেন।
এডিবির বাংলাদেশ রেসিডেন্ট মিশন (বিআরএম) প্রতি বছর বিজনেস অপরচুনিটিজ সেমিনার (বিওএস) আয়োজন করে। সেই ধারাবাহিকতায় এবারও এই সেমিনার আয়োজিত হচ্ছে। সেমিনারে বাংলাদেশের ও বিদেশের দক্ষ সরবরাহকারী, ঠিকাদার, পরামর্শক, বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান ও উদ্যোক্তারা এডিবি-অর্থায়িত প্রকল্প এবং এডিবির বেসরকারি খাতের কার্যক্রম নিয়ে নানা ধরনের ব্যবসায়িক সুযোগ নিয়ে আলোচনা শুরু করেন।
এডিবি জানিয়েছে, বিজনেস অপরচুনিটিজ সেমিনার (বিওএস) একটি কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে দেশে এডিবি অর্থায়িত চলমান ও আসন্ন প্রকল্পগুলোর প্রধান ব্যবসায়িক সুযোগগুলো তুলে ধরা হয়, যার মধ্যে বর্তমানে আনুমানিক ৩ বিলিয়ন মার্কিন ডলার এখনও চুক্তিবদ্ধ হয়নি। পাশাপাশি, বিওএস-এ সম্প্রতি বিডিং প্রক্রিয়ায় আনা পরিবর্তনগুলো সম্পর্কে হালনাগাদ তথ্য দেওয়া হয় এবং উচ্চমানের, প্রতিযোগিতামূলক বিড ও প্রস্তাব প্রস্তুতের জন্য বিশেষজ্ঞ দিকনির্দেশনা দেওয়া হয়।
এডিবির বেসরকারি খাত উন্নয়নের কৌশলগত দিকনির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে, এবারের বিওএস-এ এডিবির বেসরকারি খাতের কার্যক্রমের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হবে, সেইসাথে বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) অন্যান্য সম্ভাবনার দিকেও আলোচনা করা হবে। সেমিনারটি সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে গঠনমূলক নেটওয়ার্ক গড়ে তুলতে সাহায্য করে এবং এডিবি যেসব সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে তা অন্বেষণ করার সুযোগ করে দেয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এডিবি জানিয়েছে, এবারে বিওপির মূল উদ্দেশ্যে হলো—এডিবির প্রোকিউরমেন্ট, প্রকল্প ব্যবস্থাপনা এবং অন্যান্য প্রাসঙ্গিক খাতের বিশেষজ্ঞদের সঙ্গে নেটওয়ার্কিং, যৌথ আলোচনা ও পরামর্শ। এবারের বিওপিতে অংশগ্রহণকারীরা এডিবির ক্রয়নীতি ও বিধিবিধান, বিডিং প্রক্রিয়ায় সাম্প্রতিক পরিবর্তনসমূহ, এডিবি অর্থায়নে চলমান ও আসন্ন ব্যবসায়িক সুযোগসমূহ, এডিবি অর্থায়িত প্রকল্পে কাজ করার সুবিধা এবং কীভাবে এসব চুক্তির জন্য যোগ্যতা অর্জন করা যায় এবং এডিবি-র বেসরকারি খাতভিত্তিক কার্যক্রম ও সুযোগসমূহ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন।
আয়োজন সম্পর্কে এডিবি জানিয়েছে, বিওএস একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। যেখানে পরামর্শক, ঠিকাদার, উৎপাদক এবং সরবরাহকারীরা বাংলাদেশে এডিবি অর্থায়িত প্রকল্পে পণ্য ও সেবাদানের সুযোগ খুঁজে পেতে পারেন।