নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ – যাত্রাবাড়ী অপ্টোমেট্রিস্ট সোসাইটির উদ্যোগে মঙ্গলবার নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস অডিটরিয়াম এ “কন্টাক্ট লেন্স” এর উপরে ওয়ার্কশপ এন্ড হ্যান্ডস অন ট্রেনিং এর আয়োজন করা হয়।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মোঃ ওবায়দুল হক ওপি। মোঃ মাসুম হোসেনের সভাপতিত্বে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ এ এফ এম মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহিতুন নেসা লায়ন্স চক্ষু হাসপাতালের চিফ কন্সালটেন্ট ও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ এস হামেদুল হক, নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের কনসাল্টেন্ট ও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ এস আলম শিকদার, নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য ও শিক্ষা অফিসার আসিফ মাহমুদ।
অনুষ্ঠানে হ্যান্ডস অন ট্রেনিংয়ে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার সহকারী অধ্যাপক মোহাম্মদ সালাহ্ উদ্দিন, নারায়ণগঞ্জ – যাত্রাবাড়ী অপ্টোমেট্রিস্ট সোসাইটির উপদেষ্টা মোহাম্মদ মনিরুজ্জামান, উপদেষ্টা লায়ন শহীদুল আজম রাসেল, সাবেক সভাপতি মোঃ জিসান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন, সদস্য সচিব, বশির আহমেদ, সদস্য, অনুতম বনিক, পিয্যুষ কান্তি দাস, আব্দুল গাফ্ফার, এম মিজানুর রহমান, জহিরুল ইসলামসহ নারায়ণগঞ্জ যাত্রাবাড়ীর ৫০ জন অপ্টোমেট্রিস্টগণ কন্টাক্ট লেন্সের উপরে হ্যান্ডস অন ট্রেনিং নিয়ে থাকেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা অপ্টোমেট্রি পেশাকে জাতীয়করন ও এই পেশাজীবিদের নিয়মিত হ্যান্ডস অন ট্রেনিং এর মাধ্যমে তাদের দক্ষতা আরো বৃদ্ধির উপর জোর দেন। উন্নত বিশ্বে এই পেশার গুরুত্ব অনেক থাকলেও আমাদের দেশে এখনো এই পেশা তেমন ভাল পরিচিত পায়নিÑ তাই সরকারকে এদিকে নজর দেয়ার আহবান জানানো হয়।
“কন্টাক্ট লেন্স” নিয়ে ওয়ার্কশপএন্ড হ্যান্ডস অন ট্রেনিং অনুষ্ঠিত
