সকালের স্বস্তি দুপুরের আগেই মিলিয়ে গেল

পুঁজিবাজারে স্বস্তি যেন সোনারহরিণ হয়ে উঠেছে। টানা পতন, উদ্বেগ, রক্তক্ষরণ হয়ে উঠেছে বিনিয়োগকারীদের নিত্য সঙ্গী। মঙ্গলবারও (৩০ এপ্রিল) তার ব্যতিক্রম নয়। এদিন সকালে মূল্যসূচকের উর্ধমুখী ধারা বিনিয়োগকারীদের কিছুটা আশআন্বিত করেছিল। কিন্তু বেলা ১২টার আগেই তা মিলিয়ে যায়। সূচক আবার নিম্নমুখী হতে হতে আগের দিনের অবস্থানের নিচে আসে।

আজ মূল্যসূচকের উর্ধমুখী ধারা নিয়ে বাজারে লেনদেন শুরু হয়। কিছুটা হ্রাস-বৃদ্ধির মধ্যেও বেলা ১০টা ৩৩ মিনিট পর্যন্ত ওই ধারা বজায় ছিল। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ দশমিক ৮৫ পয়েন্ট (০.৬৪%) বেড়ে ৪ হাজার ৯৫৭ পয়েন্টে উন্নীত হয়। এরপর বাজার ধীরে ধীরে বিপরীত দিকে যাত্রা করে। সোজা নিচে নামতে থাকে সব মূল্যসূচক। বেলা ১২টায় ডিএসইএক্স ৪ হাজার ৯১৯ পয়েন্টে নেমে আসে, যা আজকের সর্বোচ্চ অবস্থান থেকে ৩৮ পয়েন্ট এবং গতকালের চেয়ে ১৬ পয়েন্ট কম।

বেলা ১২টা পর্যন্ত বাজারে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে ২০৩টির দর আগের দিনের চেয়ে বৃদ্ধি পায়, ১১৬টির দর কমে এবং ৭১টির দর অপরিবর্তিত থাকে। এই সময় পর্যন্ত বাজারে ১৪২ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের সিকিউরিটিজ কেনাবেচা হয়।