লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি ও ব্র্যাক ইউনিভার্সিটি’র যৌথ উদ্যোগে ট্রেড অপারেশনস ও স্টক ট্রেডিং এর নৈতিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
স্টক ট্রেডিংয়ের বাস্তব অভিজ্ঞতা ও নৈতিক দিক নিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে “Trade Operations and Ethical Considerations in Stock Trading” শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি ও ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুল।
এই জ্ঞান বিনিময়মূলক আয়োজনে অংশ নেন ব্র্যাক ইউনিভার্সিটির সহযোগী প্রফেসর ড. মোহাম্মদ এনামুল হক এবং অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ। লংকাবাংলা সিকিউরিজ এর পক্ষ হতে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহমুদ এলাহী, ডেপুটি জেনারেল ম্যানেজার ও আঞ্চলিক প্রধান (ঢাকা সাউথ) সহ অন্যান্য কর্মকর্তা।
সেমিনারে ট্রেড অপারেশনস, এক্সিকিউশন প্রসেস এবং বিনিয়োগের নৈতিকতা বিষয়ে আলোচনা হয়, যা শিক্ষার্থীদের জন্য ছিল এক বাস্তবভিত্তিক অভিজ্ঞতা। এই আয়োজন লংকাবাংলার তরুণ প্রজন্মকে সচেতন ও দক্ষ পুঁজিবাজার পেশাজীবী হিসেবে গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টারই অংশ