উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের শেয়ার কেনাবেচায় নতুন অভিজ্ঞতা দিতে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে যাচ্ছে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এর জন্য আস্থা রেখেছেন দেশীয় প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেডের উপর।
রোববার (৪ মে) দিলকুশা হাদি ম্যানশনে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এই সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম এবং কোয়ান্ট ফিনটেকের ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার নাতেক মিনার।
এ সময় উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংক পিএলসির এসভিপি মো. গফুর রানা কোয়ান্ট ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ হোসেন, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের মো. আবদুল্লাহ আল মাসুম, এস এম বেলাল ভুঁইয়া, আহমুদুল হক, মো. হাফিজুর রাহমান, মো. নাঈমূর রহমান, মো. মেহেদী হাসান।
চুক্তি অনুযায়ী, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড গ্রাহকদের ডিএসই এবং সিএসই লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে। এর ফলে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডর গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি সনামধন্য ব্রোকারেজ হাউজ। অপরদিকে কোয়ান্ট ফিনটেক লিমিটেডের ‘কিউ-ট্রেডার’ বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম)।