পেট্রোবাংলা ও কৃষি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই

কাতার এনার্জি থেকে দীর্ঘ মেয়াদি চুক্তির আওতায় আমদানিকৃত এলএনজির বিপরীতে ৫০ শতাংশ ইনভয়েসসমূহ পরিশোধ করার লক্ষ্যে পেট্রোবাংলা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৫ মে) পেট্রোবাংলার সভাকক্ষে এ স্মারক স্বাক্ষরিত হয়।

পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক গোলাম মো. আরিফ, মহাব্যবস্থাপক (হিসাব) মো. আবদুল জলিল প্রমুখ।

পেট্রোবাংলার পক্ষে সংস্থার সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) মো. আমজাদ হোসেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে কারওয়ান বাজার শাখার উপমহাব্যবস্থাপক আশীষ কুমার দাস স্মারকে স্বাক্ষর করেন।