ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) নির্বাচন আবারও স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ মে) নির্বাচন বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেন বোর্ডের চেয়ারম্যানসহ তিন সদস্য।
এর আগে গত ৩ মার্চ ই-ক্যাব নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী- আগামী ৩১ মে ই-ক্যাব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তারও আগে গত বছরের ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মাত্র তিনদিন আগে ২৪ জুলাই তা স্থগিত করা হয়েছিল।
এদিকে, নির্বাচন স্থগিত ঘোষণা দিয়ে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-ক্যাব ২০২৫-২৭ মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ড কর্তৃক গত ৩ মার্চ ২০২৫ তারিখে ঘোষিত নির্বাচন তফসিলের সার্বিক কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
বিজ্ঞপ্তিতে সই করেছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান তরফদার সোহেল রহমান, বোর্ডের সদস্য ড. শাহাদাৎ হোসেন ও মো. রেজাউল করিম।