নিক্কেই সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

টোকিওতে বাংলাদেশ ও জাপানের মধ্যে ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন (এফওসি) গতকাল অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফর নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৯ ও ৩০ মে টকিওতে অনুষ্ঠিত হতে যাওয়া নিক্কেই সম্মেলনে যোগ দেবেন তিনি।